July 27, 2024, 8:43 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শুধু মহিলাদের স্তন ক্যান্সার হয় না, পুরুষদেরও হতে পারে

শুধু মহিলাদের স্তন ক্যান্সার হয় না, পুরুষদেরও হতে পারে

শিশুকে মায়ের দুধ খাওয়াই, স্তন ক্যান্সারের ঝুঁকি কমাই’ প্রতিপাদ্যকে সামনে রেখে স্তন ক্যান্সার সচেতনতা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের আয়োজনে বৃহস্পতিবার সকালে হাসপাতালের কনসালটেন্ট চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় হাসপাতালের প্রশাসনিক ইনচার্জ মো. আনোয়ারুল হুসাইনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা মূলক বক্তব্য তুলে ধরেন এবং রোগী দেখেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অনকোলজি সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক অধ্যক্ষ মাও. আব্দুল বারী, সিএমও ডা. মীর মাহফুজ আলম। এসময় ডিজিটাল পর্দায় ক্যান্সার সম্পর্কে সচেতন করতে ডিজিটাল পর্দায় গুরুত্বপূর্ণ চিত্র তুলে ধরা হয়। প্রধান আলোচকের বক্তৃতায় ডাঃ মনোয়ার হোসেন বলেন, স্তন ক্যান্সার শুধুমাত্র মহিলাদের হয় না পুরুষদেরও হতে পারে। স্তনে ক্যান্সার বা ব্যাথা হইলে কোন যেকোন সার্জারী ডাক্তারের পরামর্শ নিন। ঘরে বসে থেকে আপনি আপনার বিপদ ডেকে আনবেন না। স্তনে কোন সমস্যা মনে হলে লজ্জা না করে সার্জারী ডাক্তারের পরামর্শ নেওয়ার আহবান জানান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মার্কেটিং অফিসার এম রাশেদ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com