January 15, 2025, 11:45 am
স্টাফ রিপোর্টার: শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথলেটিকস্ ফেডারেশনের আয়োজনে ও সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা, এ্যাথলেটিকস্ পতাকা এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা উদ্বোধন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, শেখ কামাল আন্ত: স্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস্ প্রতিযোগিতা ২০২৩ এর আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)কাজী আরিফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সজীব খান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মীর তানজির আহমেদ।
Comments are closed.