জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে চিত্রাংকন, আবৃত্তি প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে জেলা শিশু একাডেমির আয়োজনে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু।শিশু সংগঠক শেখ ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. দিলারা বেগম, মোস্তাক আহমেদ শুভ্র, আব্দুস সবুর। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা শিশু একাডেমির গ্রন্থাগারিক শেখ রফিকুল ইসলাম। এসময় বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ ও শিশুদের নিয়ে কেক কাটা হয়।