July 27, 2024, 12:19 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসকে হারালো টটেনহাম

শেষ মুহুর্তের গোলে জুভেন্টাসকে হারালো টটেনহাম

আর কয়েকদিন পর শুরু হবে ইউরোপ ক্লাব ফুটবলের ২০১৯-২০ মৌসুম। তার আগে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ইতালিয়ান সিরি’আ চ্যাম্পিয়ন জুভেন্টাসকে হারিয়েছে গত আসরের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট টটেনহাম। হ্যারি কেনের শেষ মুহুর্তের গোলে ক্রিস্টিয়ানো রোনালদো-গঞ্জালো হিগুয়েনরা হেরেছে ৩-২ ব্যবধানে। রোববার (২১ জুলাই) সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় জুভেন্টাস-টটেনহাম। কিন্তু তুরিনের নতুন কোচ মাউরিসিও সারির অভিজ্ঞতাটা ভাল হয়নি। ম্যাচের ৩০ মিনিটে স্পার্সদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এরিক লামেলা। আর্জেন্টাইন মিডফিল্ডারের জবাবটা দেন আরেক আর্জেন্টাইন। ৫৬ মিনিটে জুভেন্টাসকে সমতায় ফেরান লা অালবিসেলেস্তেদের সাবেক ফরোয়ার্ড হিগুয়েন। চেলসি অধ্যায় ছেড়ে ‘পিপিতা’ ফিরে এসেছেন আগের ঠিকানা তুরিনে। পুরনো রিয়াল সতীর্থের গোলের ৪ মিনিট পর জুভদের ব্যবধানটা বাড়িয়ে দেন রোনালদো। মাত্তিয়া ডি সিগলিওর পাস থেকে গোল করেন পর্তুগিজ উইঙ্গার। গোল উদযাপনের মহড়ায় বসে থাকেনি টটেনাহামও। ৬৫ মিনিটে ব্যবধান ২-২ করেন লুকাস মাউরা।

রোনালদোর গোল উদযাপন: ছবি-সংগৃহীত তবে নাটকটা জমলো শেষ মুহুর্তে। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে টটেনহামকে জয়সূচক গোল এনে দেন কোচ মাউরিসিও পচেত্তিনোর প্রিয় শিষ্য হ্যারি কেন।

হ্যারি কেনের গোল উদযাপন: ছবি-সংগৃহীতপ্রস্তুতি ম্যাচ বিধায় একের পর এক খেলোয়াড় পরিবর্তন করেছে দু’দল। এক বছর পর বদলি হিসেবে পুনরায় তুরিনের বুড়িদের জার্সি গায়ে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন ইতালিয়ান কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। অবশ্য কোচ সারি সদ্য আয়াক্স ছেড়ে তুরিনে আসা ডাচ সেন্টার-ব্যাক মাথ্যিস ডি লিটকে নামাননি।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com