December 11, 2024, 7:11 am
শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর উপজেলার কাশিমাড়ী ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর দারুস সালাম জামে মসজিদের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (১৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পূর্বে কাশিমাড়ীর কৃতি সন্তান লন্ডন প্রবাসী আব্দুস সালাম আজাদীর ঐকান্তিক প্রচেষ্টায় আমেরিকা প্রবাসী ফতহুল ইসলামের অর্থায়নে নবনির্মিত এ ভবনের উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন।মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল আজিজের সভাপতিত্বে এবং মসজিদ কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কাশিমাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি গাজী আনিছুজ্জামান আনিচ, উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলাম, ০৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী নুরুল হক বাচ্চু, মসজিদের সেক্রেটারি মজিবর রহমান মোল্যা, গোবিন্দপুর কলেজের সহ-অধ্যাপক মোস্তফা নুর মোহাম্মদ, এসএম হামিদুল ইসলাম, সমাজসেবক আবু সাঈদ গাজী, উপজেলা তাতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, ঈশ্বরীপুর ইউনিয়ন তাতীলীগের সভাপতি রাশিদুল ইসলাম, সাবেক সেনা কর্পোরাল গোলাম সারোয়ার, মসজিদের ভূমিদাতা আব্দুল আজিজ মোল্যা, আছরউদ্দীন তরফদার, মসজিদ কমিটির উপদেষ্টা মাস্টার আনোয়ার হোসেন, মাস্টার মোতালেব হোসেন, মাস্টার আব্দুর রহমান, দেলোয়ার হোসেন মোল্যা, আব্দুর রহিম মোল্যাসহ অত্র এলাকার কয়েক শতাধিক মুসল্লী।
Comments are closed.