January 15, 2025, 8:52 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরের প্লাবিত এলাকায় খাবার পানি বিতরণ

শ্যামনগরের প্লাবিত এলাকায় খাবার পানি বিতরণ

শ্যামনগরের বুড়িগোয়ালিনীর দুর্গাবাটির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে প্লাবিত এলাকায় পানি বিতরণ করা হচ্ছে। প্রেরণা নারী উন্নয়ন সংগঠনের সহযোগিতায় কোস্টাল ইয়ুথ ভলেন্টিয়ার (সিওয়াইডি) গ্রুপ পানি বিতরণ করছে। গত ১৮ জুলাই থেকে এ পানি বিতরণ শুরু করা হয়। গত ১৪ জুলাই খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙ্গে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১১টি গ্রাম লোনা পানিতে তলিয়ে যায়। প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ে খাবার পানি সঙ্কটে পড়ে। বিষয়টি মোকাবিলার জন্য প্রেরণা নারী উন্নয়ন সংগঠন জরুরি ভিত্তিতে পানি বিতরণের সিদ্ধান্ত নেয়।

তারই অংশ হিসেবে স্বেচ্ছাসেবী সংগঠন সিওয়াইডি এর মাধ্যমে গত ১৮ জুলাই থেকে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পুড়াকাঠলা ও দুর্গাবাটি এলাকায় ২২ জুলাই পর্যন্ত পানি বিতরণ করে যাচ্ছে। প্রতিদিন চার হাজার লিটার পানি বিতরণ করা হয়। প্রেরণা নারী উন্নয়ন সংগঠন দীর্ঘদিন ধরে আত্ম মানবতার সেবায় কাজ করে চলেছে। প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে থেকে কাজ করছে। বিশেষ করে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে থাকে। এ সময় প্রেরণার কর্মকর্তা রহিমা খাতুন ও তাপসি হাউলি, সিওয়াইডি টিম লিডার বিবেক সরকারসহ স্বেচ্ছাসেবিরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com