December 27, 2024, 12:08 am
শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর থানা পুলিশ ৩০ বছর বয়সের অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়দের কাছে খবর পেয়ে উপজেলা সদরের সন্নিকটে শ্যামনগর পেট্টোল পাম্প সংলগ্ন ধান ক্ষেত হতে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মোস্তফা আনোয়ার ওই মহিলার মরদেহ উদ্ধার করে।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। মহিলার পরিচয় জানার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ তিনি জানান।
Comments are closed.