October 31, 2024, 3:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে অবৈধ নেট পাটা অপসারণকালে বাধা দেওয়ায় জেল

শ্যামনগরে অবৈধ নেট পাটা অপসারণকালে বাধা দেওয়ায় জেল

শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে সরকারি কাজে বাধা প্রদান করায় শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান ভ্রাম্যামান আদালতে আব্দুল আজিজ সরদার নামে এক ব্যক্তিকে জেল দিয়েছেন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে মুন্সিগঞ্জ ইউনিয়নের কদমতলা ও কুলতলী খালে অবৈধ নেট পাটা অপসারণকালে ওই ব্যক্তি সরকারি কাজে বাধা প্রদান করে। এসময় তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালতে ১৮৮ ধারায় দোষী সাব্যস্ত করে আব্দুল আজিজ কে ৭ দিনের বিনাশ্রম দন্ড দেওয়া হয়। শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান বলেন, কাজে বাধা দেওয়ায় তাকে দন্ড দেওয়া হয়েছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, দোষী ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা প্রশাসনের নির্দেশক্রমে বৃহস্পতিবার উপজেলা সহকারি কমিশনার নাহিদ হাসান খান মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী ও কদমতলা খাল হতে দুই শতাধিক অবৈধ নেট পাটা অপসারণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com