শ্যামনগর (সদর) প্রতিনিধি: অস্ত্র বিক্রির সময় দুই যুবক কে হাতেনাতে আটক করেছেন র্যাপিড এ্যাকশান ব্যাটেলিয়ান সিপিসি র্যাব-৬ এর একটি টহল দল। গত বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে শ্যামনগর উপজেলাধীন কৈখালী ইউনিয়নের পূর্ব কৈখালী গ্রামে মোমিন শেখের বাড়ির পূর্ব পাশ হতে র্যাব-৬ এর উপ-অধিনায়ক (ডিএডি) জয়নাল আবেদীনে নেতৃত্বে র্যাব সদস্যরা ওই দুই যুবককে আটক করে।আটক দুই যুবক হলো পূর্ব কৈখালী গ্রামে মোঃ শাহাদাৎ গাজীর ছেলে বিল্লাল হোসেন (২২) ও একই গ্রামের আব্দুল গাজীর ছেলে মনির হোসেন (২৩)।ডিএডি জয়নাল আবেদীন জানান, গোপনে জানতে পেরে তার নেতৃত্বে র্যাব সদস্যরা পূর্ব থেকে ঘটনাস্থলে ওৎ পেতে থাকে। এক পর্যায়ে দেশী তৈরি পয়েন্ট ২২ বোরের একটি পিস্তল সহ দুই যুবককে আটক করে। আইনি ব্যবস্থার জন্য অস্ত্রসহ দুই যুবককে শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে তিনি জানান। এ ঘটনায় শ্যামনগর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত ওসি আনিুছুর রহমান ম্যোল্যা সত্যতা নিশ্চিত করে বলেন, আটক যুবকদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।