December 11, 2023, 9:26 pm
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি : শ্যামনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা প্রশাসন আয়োজনে আজ ১৩ অক্টোবর রবিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বেরিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয় এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা চেয়ারম্যান আতাউল হক দোলন এর সভাপতিত্বে উক্ত র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাতক্ষীরা ৪ আসন এর সংসদ সদস্য এস এম জগলুল হায়দার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি এম আকবর কবির সহ সর্ব স্তরের জনগণ। এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তফা কামাল এর সামাজিক আন্দোলন ‘ক্লিন সাতক্ষীরা গ্রীণ সাতক্ষীরা’ বাস্তবায়নে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, এনজিও প্রতিনিধিদের মাঝে ৬০০ টি-শার্ট বিতরণ করা হয়।
Comments are closed.