December 10, 2024, 4:31 am
শ্যামনগর থানা পুলিশ গাবুরায় আলোচিত আমিরুল হত্যা মামলার অন্যতম আসামী আমিরুল জোয়াদ্দারকে গ্রেপ্তার করেছে। গত রোববার রাত সাড়ে ১০ টার দিকে শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল খুলনা শহরের ময়লাপোতা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। আমিরুল গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারি গ্রামে মৃত ওয়াজেদ জেয়াদ্দারের ছেলে এবং আমিরুল হত্যার ঘাতক রবিউল জোয়াদ্দারের বড় ভাই।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে আমিরুলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য গত ১৪ আগষ্ট সন্ধ্যার দিকে নৃশংসভাবে আমিরুলকে হত্যা করা হয়। এঘটনায় নিহতের স্ত্রী নাছিমা আক্তার ১৯ জনের বিরুদ্ধে শ্যামনগর থানায় ১৬ নং হত্যা মামলা দায়ের করে।
Comments are closed.