January 15, 2025, 7:09 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামনগরে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শ্যামনগর উপজেলা আ.লীগের আয়োজনে বাংলাদেশ আ.লীগের ঐতিহ্য গর্বিত ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত। বৃহস্পতিবার বিকাল ৫ টায় উপজেলা আ.লীগের সভাপতি সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দারের নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালী শ্যামনগর উপজেলা সদরের সকল সড়ক প্রদক্ষিণ করে জে সি কমপ্লেক্স চত্বরে সমাবেশে সমাবেত হয়।

সমাবেশে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আতাউল হক দোলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারন সম্পাদক স.ম আব্দুস সাত্তারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি সংসদ সদস্য এসএম জাগলুল হায়দার। আরও বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ জাফরুল আলম বাবু, যুবলীগ নেতা হাফিজুর রহমান, ঈশ্বরীপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান এড. শোকর আলী প্রমুখ। সমাবেশে উপজেলা ব্যাপী বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন আ.লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com