December 22, 2024, 6:30 am
সাতক্ষীরার শ্যামনগরে ইঞ্জিন ভ্যানের চাকায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৯ মে) সকালে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মারিয়া আক্তার (৮)। সে এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু মেয়ে মারিয়া আক্তার পাশে খেলা করছিল। এমন সময় ভামিয়া গ্রামের সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান চালিয়ে যাওয়ার সময় মারিয়াকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Comments are closed.