শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর থানা পুলিশ ইয়াবা সহ ইমরান নামে এক যুবককে আটক করেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শ্যামনগর উপজেলা চৌরাস্তা মোড় সংলগ্ন আলামিন হোটেলের সামনে থেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক রফিক তাকে আটক করে। এসময় তাকে তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ দল। ইমরান রামজীবনপুর গ্রামে মুজিবর সরদারের ছেলে। শ্যামনগর থানার ওসি (ভারঃ) আনিছুর রহমান মোল্যা জানান, ইয়াবা সহ আটক যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।