January 14, 2025, 9:34 am
পূজার কেনাকাটা নিয়ে স্বামীর সাথে অভিমান করে বাসনা মন্ডল (২০) নামের এক গৃহবধু আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মেন্দিনগর গ্রামের মৃণাল ম-লের স্ত্রী বাসনা মন্ডল পূজার কেনাকাটা নিয়ে স্বামীর সাথে ঝগড়া হয়। এতে অভিমান করে সবার অজান্তে নিজ গৃহে ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে গুরুতর আহত হয়। জানতে পেরে দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. রেদওয়ান মৃত্যু ঘোষণা করেন। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, পরবর্তী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।
Comments are closed.