February 17, 2025, 4:54 pm
শ্যামনগর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার) সোয়ালিয়া গ্রামের শেখ রুহুল আমিন হয়রানি থেকে রক্ষা পেতে সাংবাদিক সমাজ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গ্রাম পুলিশ রুহুল আমিন অভিযোগ করেন, শুক্রবার বিভিন্ন পত্রিকা মারফত জানতে পারেন এলাকার চিহ্নিত শান্তি শৃঙ্খলা ভঙ্গকারী কুচক্রী রজব আলীর ইন্ধনে সোয়ালিয়া গ্রামের রবীন্দ্রনাথ মন্ডলের স্ত্রী সবিতা রানী রুহুল আমিন, রুহুল আমিনের মা ও ভাইকে হয়রানির লক্ষ্যে সাজানো ঘটনা উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। যাহা মিথ্যা ও পরিকল্পিত। রুহুল আমিন জানান, প্রকৃত ঘটনা হচ্ছে সবিতার শ্বশুর ঈশান মন্ডল ১৯৫৩ সালে তার পৈত্রিক সম্পত্তি থেকে ৩০ শতক জমি গীরিবালার নিকট বিক্রি করে। গিরি বালার নিকট থেকে তার পিতা ৩০ শতক জমি ক্রয় করে আমার নামে ১৫ শতক ও আমার ভাই মজিদের নামে ১৫ শতক লিখে দেন। কিছুদিন পর উক্ত রজব আলীর কু-পরামর্শে সবিতা বিভিন্ন জায়গায় অভিযোগ করে। এ প্রেক্ষিতে উপজেলা চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য মাকছুদুর রহমান মুকুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে সমস্যা নিরসন করেন। এর পরেও তাদের হয়রানির লক্ষ্যে মিথ্যা সংবাদ সম্মেলন করেছে। এ হয়রানি থেকে রক্ষা পেতে নিরীহ গ্রাম্য চৌকিদার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Comments are closed.