January 24, 2025, 10:37 pm
শ্যামনগর প্রতিনিধিঃসোমবার শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে ৪৮তম জাতীয় স্কুল মাদ্রাসা কারিগরী শিক্ষা গ্রীষ্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলার ৮১টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮১টি ফুটবল প্রদান করা হয়েছে।ফুটবল প্রদান অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শারিরীক শিক্ষকবৃন্দ প্রমুখ। উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পর্যায়ক্রমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলে যাতায়াতের সুবিধার্তে দুই এক জন শিক্ষার্থীকে বাই সাইকেল প্রদান করা হবে।ফুটবল প্রদান অনুষ্ঠানের উদ্বোধনের পর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের মাধ্যমে পরবর্তীতে মাধ্যমিক পর্যায়ের ৪৩টি, মাদ্রাসা পর্যায়ের ৩৬টি ও স্কুল এন্ড কলেজসহ মোট ৮১টি প্রতিষ্ঠানে ফুটবল প্রদান করা হয়।
Comments are closed.