February 5, 2025, 4:53 pm
শ্যামনগরে কলেজ শিক্ষার্থীদের করোনার টিকা দিতে নেওয়া হচ্ছে টাকা। স্কুল কলেজ চালু রাখার জন্য কলেজ শিক্ষার্থীদের সরকারিভাবে ‘করোনার টিকা’ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় বুধবার সকাল থেকে নওয়াবেঁকী গণমূখী ফাউন্ডেশন কার্যলয় থেকে টিকা দেওয়া শুরু হয়। তবে, টাকা ছাড়া টিকা দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। নওয়াবেঁকী কলেজের ২য় বর্ষের ছাত্র সুজন বলেন, টিকা দিতে আমার কাছ থেকে ১৫০ টাকা আগে থেকে নিয়ে নিয়েছে। টাকা জমা না দিলে টিকা দিবে না।
শ্যামনগর সরকারি মহাসিন কলেজের অধ্যক্ষ ড. একেএম আব্দুর রহমান টাকা নেওয়ার বিষয়ে সত্যতা স্বীকার করে বলেন, সাতক্ষীরা থেকে টিকা আনতে যে খরচ হয়েছে সেই টাকাটা শিক্ষার্থীদের কাছ নেওয়া হচ্ছে। যদি অতিরিক্ত টাকা থাকে তাহলে শিক্ষার্থীদের ফিরত দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজার গিফার বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি ৷
Comments are closed.