শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে ট্রাক চাপায় মটর সাইকেল যাত্রী অজ্ঞাত এক মহিলার (৫৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হায়বাতপুর মোড়ে দুর্ঘটনা ঘটে। এঘটনায় মোটর সাইকেল চালক মনির সরদার গুরুতর আহত অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রত্যক্ষদর্শী শেখ ইমাম হোসেন জানান, নওয়াবেঁকী থেকে যাত্রী নিয়ে মোটর সাইকেল চালক শ্যামনগর আসার সময় হায়বাতপুর মোড়ে পৌছালে বিপরীত দিক থেকে পন্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ওই মহিলা ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান রাইসুল ইসলাম মৃত ঘোষনা করে। মোটর সাইকেল চালকের অবস্থা আশংকাজনক তিনি জানান। শ্যামনগর থানার ওসি আনিছুর রহমান মোল্যা জানান, চিটাগাং যাওয়ার জন্য ওই মহিলা শ্যামনগর সদরে সৌদিয়া পরিবহন কাউন্টারে যাওয়ার সময় পথিমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার নাম ঠিকানা উদ্ধারের চেষ্টা চলছে।