শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য সন্দেহে চার জনকে আটক করেছে। আটককৃতরা হলো শ্যামনগর সদর ইউনিয়নের বাদঘাটা গ্রামে আবুল গাজীর ছেলে কবির হোসেন, ভুরুলিয়া ইউনিয়নের গৌরীপুর গ্রামে জবেদ আলী মিস্ত্রীর ছেলে আবুল খায়ের মিস্ত্রী ও কুলটুকরী গ্রামে লুৎফর গাজীর ছেলে বকুল গাজী ও বকুল গাজীর স্ত্রী ফাতেমা খাতুন।গত ২৩ মে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নে ধুমঘাট শিলতলা গ্রামে মহাদেব চন্দ্র মন্ডলের বাড়িতে ডাকাতির ঘটনায় দায়েরকৃত মামলায় শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বিভিন্ন সময়ে ওই তিন জনকে আটক করে। আটক চার জন পুলিশের জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা পুলিশের কাছে স্বীকার করেছে বলে পুলিশ দাবী করেছে।শ্যামনগর থানার ওসি (ভারপ্রাপ্ত) আনিছুর রহমান মোল্যা জানান, গত ২৩ মে গভীর রাতে অস্ত্রধারী ডাকাতরা মহাদেব চন্দ্র মন্ডলের বাড়িতে হানা দিয়ে ৩ লক্ষাধীক টাকার মালামাল লুট করে। এঘটনায় মহাদেব চন্দ্র মন্ডল শ্যামনগর থানায় ২৮ নং মামলা করে। মামলার সূত্র ধরে গত ১৭ জুলাই শ্যামনগর সদর বাজার হতে বকুল গাজী কে আটক করে। বকুলের স্বীকারোক্তি মতে ২০ জুলাই গভীর রাতে কালিগঞ্জ থানার নলতা বাজার হতে আবুল খায়ের মিস্ত্রী এবং ২৩ জুলাই রাতে কবীর হোসেনকে শ্যামনগর উপজেলা সদর ইউনিয়নের গোপালপুর মোড় হতে পুলিশের উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক আটক করে। জিজ্ঞাসাবাদে তিন ডাকাত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে। তাদের স্বীকারোক্তি মতে পুলিশ একটি মোবাইল ও ডাকাতি কাজে ব্যবহৃত ২টি হাসুয়া উদ্ধার করে। আটক ডাকাতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে এবং বাদবাকীদের পাকড়াবার চেষ্টা অব্যাহত আছে তিনি জানান।