February 5, 2025, 9:52 am
শ্যামনগরে ঈদের দিনে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে মটর সাইকেল দূর্ঘটনায় শেখ সৈকত (১৯) নামে এক ছাত্র নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে শ্যামনগর-কালিগঞ্জ মহাসড়কের গোলাঘাটা নামক স্থানে এ দূর্ঘটনা হয়। সে মাজাট অনন্তপুর গ্রামে শেখ নজরুল ইসলামের পুত্র ও শিমু রেজা এম,পি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শী রেজাউল ইসলাম জানান, সন্ধ্যার দিকে বন্ধুদের সাথে বেড়াতে যেয়ে রাস্তায় অন্য একটি মটর সাইকেলকে ওভারটেক করার সময় রাস্তার পাশে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
Comments are closed.