January 15, 2025, 4:17 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ৪টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা

শ্যামনগরে পাউবো’র বেড়িবাঁধে ভয়াবহ ফাটল ৪টি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা

শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পাউবো বেড়িবাঁধে ভয়াবহ ফাটল দেখা দিয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরের ভাটায় আনুমানিক বিকাল সাড়ে ৪ টার দিকে গ্রামবাসীর নজরে আসে। তাদের ভাষ্যমতে, ৬ নং ওয়ার্ডের সাবেক মেম্বর নীলকান্ত রপ্তানের বাড়ীর অভিমুখে এই ভাঙন দেখা দিয়েছে। তবে তারা এটাও আশংকা করছেন যে, রাতের জোয়ারের তীব্র তোড়ে এই বাঁধ যদি ভাঙনে রুপান্তরিত হয় সেক্ষেত্রে ৬নং ওয়ার্ডের পশ্চিম দূর্গাবাটি, পূর্ব দূর্গাবাটি, ৫নং ওয়ার্ডের আড়পাঙ্গাশিয়া, ৯নং ওয়ার্ডের পোড়াকাটলা, ৪নং ওয়ার্ডের আংশিক এলাকা প্লাবিত হওয়ার আশংকা করছেন।

তবে সন্ধ্যা নাগাদ তাৎক্ষণিক খবর পেয়ে ভাঙন স্থল পরিদর্শনে আসেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলন। মুঠোফোনে তিনি এ প্রতিবেদককে জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাকে মোবাইল ফোনে জানানোর সাথে সাথেই আমি ঘটনাস্থলে পৌঁছে যাই। এসে দেখি উপরোল্লিখিত পয়েন্টে ১৩০ ফুটের মতো বেড়িবাঁধ চেপে যায়। আমরা উপজেলা পরিষদের বরাদ্দ দিয়ে তাৎক্ষণিক এখানকার স্থানীয় শ্রমিক দিয়ে জেনারেটরে লাইটের ব্যবস্থা করে আপাতত রাতের মত সংস্কার কাজ সম্পন্ন করছি। তবে এখানকার নাজুক বেড়িবাঁধ গুলো টেকসই সংস্কার করা আশু প্রয়োজন।

এসময় উক্ত বেড়িবাঁধ মেরামতকালে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলা পরিষদের সদ্য সাবেক সদস্য ডালিম কুমার ঘরামী, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জিএম আব্দুর রউফ, সংশ্লিষ্ট ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিকাশ মন্ডল, ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মুকুন্দ পাইক, মুন্সিগঞ্জের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, সাংবাদিক জিএম রুস্তম আলী প্রমুখ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com