July 27, 2024, 1:03 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে পাউবো বাধে ভাঙন

শ্যামনগরে পাউবো বাধে ভাঙন

শ্যামনগর প্রতিনিধি:শ্যামনগর উপজেলায় ৫ নং পোল্ডারের আওতায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাধে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার রাত ২ টার দিকে চুনা নদীতে হঠাৎ জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় চুনার ক্লোজারে ভাঙন শুরু হয়। মহুর্তেই শতাধিক ফুট বাধ নদীতে ধসে পড়ে পানি লোকালয়ে প্রবেশ করে স্থানীয়রা জানায়। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, ভাঙন সম্পর্কে পাউবো কর্র্তৃপক্ষকে বারবার তাগাদা দেওয়ার পরেও কাজের কাজ কিছু হয়নি। পাউবো কর্তৃপক্ষের দায়সারা কর্মকান্ডের কারনে ভাঙনের সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্থ বাধ টেকসই ভাবে নির্মিত না হলে যেকোন মহুর্তে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা আছে।সংশ্লিষ্ট পাউবো সেকশান অফিসার (এসও) শাহানাজ পারভীন ভাঙনের সত্যতা নিশ্চিত করে বলেন- তাৎক্ষণিকভাবে স্থানীয় জনগণের সহায়তায় ভাঙন কবলিত স্থান বাধা হয়েছে। পাউবো নির্বাহী প্রকৌশলী মোঃ আবুল খায়ের ও উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন তিনি জানান। সংশ্লিষ্ট আসনের এমপি এসএম জগলুল হায়দার বলেন, ক্ষতিগ্রস্থ বেড়িবাধ মেরামতের পাউবো কর্তৃপক্ষকে বলা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com