শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে পুকুরে বিষ প্রয়োগ করে কয়েক লক্ষ টাকার মাছ নিধন করেছে দুষ্ট চক্র। গতকাল রোববার পাতড়াখোলা গ্রামে রুহুল আমিন মোড়লের পুকুরে বিষ দিয়ে ব্যপক ক্ষয়-ক্ষতি করে ওই চক্রটি। রুহুল আমিন মোড়ল জানায়, পুকুরে বিভিন্ন প্রজাতির ৪/৫ লক্ষ টাকার মাছ ছিল। রোববার গভীর রাতের কোন এক সময় সংঘবদ্ধ চক্রটি পুকুরে বিষ প্রয়োগ করে যাবতীয় মাছ লুট করে। তিনি আরো জানান দুই সপ্তাহ পূর্বে তার বড় ভাইয়ের পুকুরেও বিষ প্রয়োগ করে ব্যপক ক্ষয়-ক্ষতি করে। ওই চক্রটি স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এ ধরনের কর্মকান্ড অব্যহত রেখেছে। এতে স্বাভাবিক পরিবেশ বিঘিœত হচ্ছে তিনি উল্লেখ করেন।