September 14, 2024, 9:58 am
শ্যামনগর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমান অস্ত্র-গুলি উদ্ধার করেছে। আজ ২১ সেপ্টেম্বর শনিবার রাত ১টার দিকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশ দল গাবুরা ইউনিয়নের পার্শ্বেমারী গ্রামে মৃত ওয়াজেদ জোয়াদ্দারের পুত্র রবিউল জোয়াদ্দারের বসত ঘরের মাটির নিচ হতে বিশেষ ভাবে রক্ষিত অবস্থায় অস্ত্র-গুলি উদ্ধার করে।শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, গাবুরায় আমিরুল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামী মান্নান সানার স্বীকারোক্তি মতে পুলিশ দল ঘটনাস্থল থেকে দেশী তৈরী একটি শার্টার গান, ৩০ রাউন্ড বন্দুকের তাজা গুলি, ৩৮ টি গুলির খোসা, ৩০৩ রাইফেলের তাজা গুলি ৪ রাউন্ড ও পয়েন্ট টুটুবোর বন্দুকের ৪০টি তাজা গুলি উদ্ধার করে। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে রবিউল জোয়াদ্দার পালিয়ে যায় ওসি জানান।
Comments are closed.