শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ২০১৮-১৯ অর্থ বছরে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরুপ সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।সম্মাননা অনুষ্ঠানে প্রথম পুরস্কারে ভূষিত হয়েছেন শ্যামনগর সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অসীম কুমার দে। সম্মাননা প্রদান করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজজামান। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার। জানা যায় অনুষ্টানে ভূমি ব্যবস্থাপনায় বিশেষ অবদানের জন্য অন্যান্যদেরকেও পুরস্কার প্রদান করা হয়।