March 18, 2025, 1:18 am
সাতক্ষীরার শ্যামনগরে অজ্ঞাত পরিচয় এক নারীর (৬০) মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়দের কাছে খবর পেয়ে রবিবার (১৬ মে) দুপুর সাড়ে ১২টায় আটুলিয়া ইউনিয়নের বয়ারসিংহ গ্রামে আমজাদ হোসেনের মাছের ঘের হতে ওই নারীর মরদেহ উদ্ধার করেন শ্যামনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) অশোক কুমার।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত নারীর পরিচয় পাওয়া যায়নি। তবে কি কারণে মৃত্যু হয়েছে নিশ্চিত হওয়ার জন্য মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে।
Comments are closed.