December 10, 2024, 4:58 am
শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগরে গুমানতলী ফাযিল মাদ্রাসার সাময়িক বরখাস্তকৃত অধ্যক্ষ মাওঃ আব্দুল মুহিত এর অপসারণের দাবীতে মিছিল সমাবেশ হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাবেক ইউপি সদস্য হাসিমের নেতৃত্বে স্থানীয় শতাধিক মানুষ অধ্যক্ষ মুহিতের অপসারণের দাবীতে ফেঁটে পড়ে। মিছিল সমাবেশ হতে ইউপি সদস্য হাসিম বলেন, গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাদ্রাসা প্রাঙ্গনে স্থাপিত সাইক্লোন সেল্টার ভবন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যক্ষ আব্দুল মুহিত প্রধানমন্ত্রী হিসাবে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারণ করেন। এতে সভাস্থলে উপস্থিত সকলের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সভায় প্রধান অতিথি সংশ্লিষ্ট আসনের এমপি এসএম জগলুল হায়দার তাৎক্ষনিক নির্দেশে মুহিতকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন। সে মোতাবেক গত সোমবার মাদ্রাসা পরিচালনা পর্ষদ অধ্যক্ষ মুহিতকে এধরণের ঘটনার জন্য কারণদর্শানোর নোটিশ প্রদান করেন। তারপরও মঙ্গলবার রাত ৮টার দিকে অধ্যক্ষ আব্দুল মুহিত মাদ্রাসার অফিস রুমে প্রবেশের চেষ্টা করে। ঘটনাটি স্থানীয় জনগণের নজরে আসলে তাৎক্ষণিক অধ্যক্ষ মুহিতকে অপসারণের দাবিতে মিছিল সমাবেশের আয়োজন করে। এ বিষয়ে অধ্যক্ষ মুহিতের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও মোবাইল ফোনে পাওয়া যায়নি।
Comments are closed.