December 22, 2024, 6:26 am
শ্যামনগরে নবগঠিত যুবলীগ আহবায়ক কমিটির আয়োজনে বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আটুলিয়া ইউনিয়নের এসএম জাকির হোসেনকে যুবলীগ শ্যামনগর উপজেলা শাখার আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করায় ১ সেপ্টেম্বর রবিবার বিকাল ৪টায় বিশাল আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের আহবায়ক আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পৌর যুবলীগের সভাপতি মনোয়ার হোসেন (অনু)। বাংলাদেশ যুবলীগ শ্যামনগর উপজেলা শাখার নব নির্বাচিত আহবায়ক এসএম জাকির হোসেন, যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ, শেখ মিজানুর রহমান, আল মামুন লিটন, আব্দুল মজিদ গাজী, এসএম সায়েদ বিন হায়দার রাজীব, প্রভাষক অলিউর রহমান প্রমুখ।
Comments are closed.