February 5, 2025, 2:46 pm
সাতক্ষীরার শ্যামনগরে নতুন করে আরও তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছে। বুধবার সকাল থেকে রেপিড অ্যান্টিজেন পদ্ধতিতে ১৭ জনের নমুনা পরীক্ষার পর ঐ তিনজনের করোনা শনাক্ত হয়।
আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও একজন নারী। একজনের বয়স ষাটোর্ধ্ব হলেও ওই নারীসহ স্থানীয় এক ব্যাংক কর্মকর্তার বয়স ত্রিশ বছরের নিচে। আক্রান্তদের একজনের বসবাস উপজেলা সদরের মাজার গ্রামে।
এদিকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে শ্যামনগরে নমুনা পরীক্ষা তুলনায় আক্রান্তের হার কম হওয়ার কারণ অনেক উপসর্গহীন ব্যক্তি নমুনা পরীক্ষা করাচ্ছেন। নিজেদের কর্মস্থলে নেগেটিভ সার্টিফিকেটের প্রয়োজন এর স্বার্থে এসব উপসর্গহীন সুস্থ মানুষ নমুনা পরীক্ষা করাচ্ছেন।
সূত্রটি আরো জানিয়েছে উপসর্গ নিয়ে আসা নমুনা পরীক্ষার্থীদের অধিকাংশই করোনা পজিটিভ আসছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার বিপ্লব কুমার দে বলেন, গত দুই সপ্তাহে শ্যামনগরে ৪২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে সর্বমোট ২১০ জনের নমুনা পরীক্ষা করা হয়। তিনি আরো জানান অনেক সুস্থ মানুষ নমুনা পরীক্ষা করানোর কারণে তুলনামূলক বিচারে করানোর শনাক্তের হার কম দেখা যাচ্ছে।
Comments are closed.