March 15, 2025, 6:12 am
সাতক্ষীরার শ্যামনগরে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তবে আসামি পলাতক আছেন। উপজেলার গাবুরা ইউনিয়নের গত সোমবার ধর্ষণের ঘটনাটি ঘটে বলে মামলায় বলা হয়েছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার ওই শিশুর বাবা মামলা করেছেন। আসামি করা হয়ে প্রতিবেশী আল আমিন শেখকে। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, ৫ বছরের শিশুটিকে কদবেল দেয়ার লোভ দেখিয়ে মসজিদের টয়লেটে নিয়ে ধর্ষণ করেছেন আল আমিন। এতে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে প্রতিবেশীরা তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে শিশুটির বাবা মামলা করার সিদ্ধান্ত নেন। ওসি বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। শিশুটিকে চেকআপের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Comments are closed.