July 27, 2024, 3:34 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
শ্যামনগরে সুপেয় পানি সংকট চরমে ||

শ্যামনগরে সুপেয় পানি সংকট চরমে ||

শ্যামনগর (সদর) প্রতিনিধি:জেলার প্রত্যন্ত অঞ্চল শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নে সুপেয় পানির সংকট দেখা দিয়েছে। লক্ষ মানুষ চরম পানি সংকটে দিন কাটাচ্ছে। জীবিকা নির্বাহ করার জন্য সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করার পরেও মাইলের পর মাইল যেতে হয় সুপেয় খাবার পানি সংগ্রহ করতে। তাছাড়া গরমের মৌসুমে পানি সংকটের কারণে শিশু, বৃদ্ধাসহ অনেক মানুষের ডায়রিয়াজনিত রোগে আক্রান্ত হতে দেখা যাচ্ছে।এলাকাবাসি জানায়, আইলা কবলিত শ্যামনগর উপজেলায় লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে সুপেয় খাবার পানির সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শ্যামনগরের কৈখালী, গাবুরা, পদ্মপুকুর, বুডড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ, রমজাননগরসহ বেশ কিছু ইউনিয়নে এই সমস্যা প্রকট। এ নিয়ে বিভিন্ন মহলে জানালেও কোন প্রতিকার পাচ্ছে না এলাকাবাসি।অনেক সময় দেখা যায় নারীরা দিনের এক বেলা অর্থ উপার্জন করলেও আরেক বেলা কেটে যায় ৩/ ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক কলস খাবার পানি সংগ্রহের কাজে। এলাকাটি সুন্দরবনের কাছে হওয়ায় পানি লবণাক্ত। তাই দল বেঁধে বাড়ির নারীরা পানি সংগ্রহ করতে যায় দূরে কোথাও। সরকারি বেসরকারি দপ্তরে পানি সংকট নিরসনে আলোচনা থাকলেও স্থায়ী কোন সমাধানের তোড়জোড় নেই। তাই শ্যামনগর উপজেলায় পানি সংকট নিরসনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন ইউনিয়নের সুশীল সমাজ ও হতদরিদ্র মানুষ।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com