January 15, 2025, 4:52 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী খাদিজা আটক

শ্যামনগরে স্ত্রীর হাতে স্বামী খুন, স্ত্রী খাদিজা আটক

সাতক্ষীরার শ্যামনগরে পাষন্ড স্ত্রী খাদিজা ঘুমান্ত অবস্থায় তার স্বামী হোসাইন মালিকে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (১২ আগস্ট) ভোর রাত ৩টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামে এঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক স্ত্রী খাদিজা বাড়ি থেকে পালিয়ে যায়। নিহত হোসাইন মালি (৩০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খোসালখালী গ্রামের আব্দুল হামিদ মালির ছেলে।পরিবারের বরাত দিয়ে, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে রাতে ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী খাদিজা তার স্বামী হোসাইনকে জবাই করে হত্যা করে। এরপর ভোরে ঘাতক খাদিজা স্থানীয় মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড হতে বিআরটিসি বাস যোগে খুলনা যাওয়ার সময় তার কথাবার্তা ও আচরণ অস্বাভাবিক মনে হয়। একপর্যায়ে বাসের সুপারভাইজার তাকে খুলনায় পৌছানোর পর সেখানে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের কাছে তাকে হস্তান্তর করে। ছাত্র সমাজের কাছে খাদিজা তার স্বামী হত্যার কথা স্বীকার করে। এরপর তারা তাকে খুলনা হরিনটানা থানায় সোপর্দ করে।

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডাঃ সনজিত দাশ বিষয়টি নিশ্চিত করে জানান, শ্যামনগর থানার কার্যক্রম চালু না থাকায় একজন উপ-পরিদর্শকের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com