শ্যামনগর (সদর) প্রতিনিধি: শ্যামনগর থানা পুলিশ পেশাদার ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। গতকাল মঙ্গলবার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রামে পুরাতন ইটভাটার পাশ থেকে পুলিশের সহকারি উপ-পরিদর্শক এএসআই রফিক সহ পুলিশ দল তাদের আটক করেন। এসময় তাদের তল্লাশি করে ২০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাজা জব্দ করে পুলিশ দল। আটককৃতরা হলেন- ইসমাইলপুর গ্রামে মনসুর গাজীর ছেলে আলমগীর, বংশীপুর গ্রামে আব্দুর রশিদ গাইনের ছেলে আলী আকবর ও আনসার গাজীর ছেলে শহিদুল, উত্তর আটুলিয়া গ্রামে অমেদ গাজীর ছেলে তরিকুল ইসলাম ও আটুলিয়া গ্রামে আঃ রশিদ গাজীর ছেলে ইয়াছিন হোসেন। শ্যামনগর থানার ওসি তদন্ত আনিছুর রহমান মোল্যা বলেন, ধৃতদের মাদক আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।