October 12, 2024, 4:50 pm
সাতক্ষীরার শ্যামনগর ও দেবহাটায় বজ্রপাতে দুইজন নিহত হয়েছে। সোমবার বেলা ১২টার দিকে পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।
শ্যামনগরে বজ্রপাতে নিহতের নাম টুটুল হোসেন (২০)। সোমবার দুপুর ১২ টার দিকে আটুলিয়া ইউনিয়নের চুনার ব্রীজ এলাকায় মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে তার মৃত্যু হয়। টুটুল খুটিকাটা গ্রামে কামরুল ইসলাম গাজীর ছেলে।
পারিবারিক সূত্র মতে, দুপুরে মাছের ঘেরে কাজ করার সময় বজ্রপাতের আঘাতে গুরুতর আহত হয় টুটুল। দ্রুত উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাঃ রেদওয়ান রাইসুল ইসলাম মৃত ঘোষণা করেন।
এদিকে দেবহাটায় আব্দুল্লাহ মন্ডল (৫৫) নামের এক মাছ চাষী বজ্রপাতে নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে উপজেলা সদরের পাশে কালডাগর বিলে নিজের মাছের ঘেরে তিনি বজ্রাঘাতে নিহত হন। নিহত আব্দুল্লাহ দেবহাটারর কোড়া গ্রামের মরহুম আহাদ আলীর ছেলে। দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা ও শ্যামনগর থানার নাজমুল হুদা ঘটনা নিশ্চিত করেছেন
Comments are closed.