December 22, 2024, 6:24 am
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা গাবুরা চকবাজার সিএস ক্লাবের আয়োজনে ৮ দলীয় মিনি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের তৃতীয় খেলা অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকাল ৫টায় মাস্টার এসকে মুজিবুর রহমানের সভাপতিত্বে খেলায় উপস্থিত ছিলেন আব্দুর রাজ্জাক, ক্লাবের সাধারণ সম্পাদক মো. আইযুব আলী। এসকে আতাউর রহমানের সঞ্চালনায় এবং রবিউল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে খেলায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক আব্দুল হালিম, মোহাম্মদ শেখ ডাবলু, জোহর আলী, আবু বক্কর সিদ্দিক, রেফারি মো. হাফিজুর রহমান, মো. ইমাম হোসেন, মমিনুর রহমান মন্টু প্রমুখ। খেলায় গাবুরা জেলে খালি ফুটবল একাদশ কে ৫-০ গোলে হারিয়ে বুড়িগোয়ালিনী ফুটবল একাদশ জয় লাভ করে।
Comments are closed.