January 15, 2025, 8:55 am
শ্যামনগরে ১৯ নভেম্বর বাংলাদেশের সর্বপ্রথম হানাদার মুক্ত হয়। সেই উপলক্ষে শ্যামনগর উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় শ্যামনগর মুক্তিযোদ্ধা কমপ্লে¬ক্সের সামনে থেকে একটি র্যালী উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলো প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বীর মুক্তিযোদ্ধা স্তম্ভে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদুজ্জামান সাঈদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদ হাসান, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নাজমুল হুদা। এ সময় আরো উপস্থিত ছিলেন, সাবেক ডেপুটি কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জিএম আকবর কবির, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা জি এম ওসমান গনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও জাতীয় শ্রমিক লীগ শ্যামনগর উপজেলা শাখার সভাপতি এসএম কামরুল হায়দার নান্টু সহ মুক্তিযোদ্ধাবৃন্দ ও সন্তান কমান্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাবেক শিক্ষক মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম।
Comments are closed.