বিনোদন সংবাদ:সাহো’ ছবিতে জুটি বেঁধেছেন দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রভাস ও বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। এরইমধ্যে ছবির টিজার নজর কেড়েছে সবার। শীঘ্র ছবির প্রথম গান প্রকাশ করা হবে। গানের শিরোনাম ‘সাইকো সাইয়া’।বুধবার গানটির ফার্স্ট লুক প্রকাশ করা হয়েছে। এতে কালো টি-শার্ট ও জ্যাকেটে প্রভাসকে দেখা গেছে নাচের মুডে। কালো পোশাকে আকর্ষণীয় শ্রদ্ধাও নাচের মঞ্চ কাঁপাতে প্রস্তুত। ধারণা করা হচ্ছে এ বছরের সেরা হিট গানের তালিকায় জায়গা করে নেবে ‘সাইকো সাইয়া’।‘সাহো’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে। ছবিটিতে আরও অভিনয় করছেন জ্যাকি শ্রফ, মহেশ মাঞ্জেরকর, মুরলি শর্মা, নীল নীতিন মুকেশ ও চাঙ্কি পাণ্ডে।