করোনা মহামারি ও টিকার কার্যক্রম বিষয়ে আজ সংবাদ সম্মেলন ডেকেছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। নির্ধারিত সময়ের আগেই সাংবাদিকেরা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত হন। কিন্তু হঠাৎ করেই সেটি প্রত্যাহার করা হয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্টরা বলছেন, করোনা মহামারির মধ্যে হঠাৎ করে সংবাদ সম্মেলন ডেকে তা স্থগিত করা মোটেও উচিত হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় অদক্ষতার পরিচয় দিয়েছে বলে মনে করছেন তাঁরা। সাংবাদিক রোজিনা ইসলামের ঘটনার পর এটাই ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডাকা প্রথম সংবাদ সম্মেলন।