গাবুরায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ক্ষতিগ্রস্থ বেড়ীবাঁধ নির্মান কাজ পরিদর্শন করলেন বাংলাদেশ সরকারের পানি সম্পদ মন্ত্রালয়ের সচিব কবীর বিন আনোয়ার। শনিবার তিনি গাবুরা ইউনিয়নের চকবারা, কালিবাড়ি, গাবুরা লঞ্চঘাট এলাকায় ভাঙ্গন কবলিত বাঁধ সংস্কারের কাজ পরিদর্শন করেন। তিনি গাবুরায় ক্ষতিগ্রস্থ বেড়িবাধ নির্মানে কার্যকর পদক্ষেপ গ্রহন করার কথা বলেন। তিনি আরও বলেন, ইতিমধ্যে বাধ নির্মানের কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের সকল ক্ষতিগ্রস্থ বাঁধ নির্মান করা হবে। এর আগে সকাল ১০ টায় শ্যামনগরের মুন্সিগঞ্জ আকাশ লীনায় সংশ্লিষ্ট আসনের এমপি এসএম জগলুল হায়দার ও উপজেলা চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন সচিব কবীর বিন আনোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় গাবুরা সহ এলাকায় সমস্ত নদী ভাঙ্গন রোধে টেকসই বেড়ীবাঁধ নির্মানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করার জন্য বলেন এমপি জগলুল হায়দার। এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাহিদ হাসান খান, প্রেসক্লাব সভাপতি আকবর কবীর, গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম এবং সাতক্ষীরা পাউবো নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের সহ সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্তা ব্যক্তিগণ ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে ইউএনও কামরুজ্জামান জানান, ভাঙন কবলিত বেড়ীবাঁধ পরিদর্শন ও শ্যামনগর থেকে দাকোপ পর্যন্ত ৫ হাজার কোটি টাকা ব্যায়ে টেকসই বেড়ীবাঁধ নির্মান হতে যাওয়া প্রকল্প নিয়ে আলোচনা করেন।