October 31, 2024, 3:12 am
মানুষের শহ্গে মিল অনেক আছে ঠিকই কথা ৷ তাদেরকে আধুনিক মানুষের পূর্বপুরুষ বলা হয় সে কারণেই ৷ কিন্তু তা বলে একেবারে হুবহু মানুষের মতোই চিকিৎসা করাতে ওষুধের দোকানে পৌঁছে যাবে হনুমান? বিশ্বাস করা একটু শক্ত হলেও এমন ঘটনাই ঘটল মল্লালপুরে ৷গতকাল সকালে মল্লারপুর স্টেশনে সঙ্গীর সঙ্গে মারামারি করতে গিয়ে আহত হয়েছিল হনুমানটি ৷ যন্ত্রণায় কষ্ট পাচ্ছিল ৷ তাই চিকিৎসা করাতে ওষুধের দোকানে পৌঁছে গেল সে ৷ তাও আবার টোটোয় চেপে ৷ ওষুধের দোকানে গিয়ে ক্ষত দেখাতে থাকে হনুমান ৷ প্রথমে হনুমানের আজব কাণ্ডকারখানা দেখে ভয় পেয়ে গেলেও পড়ে গোটা ঘটনাটি বুঝতে পারেন দোকানের মালিক ৷ নিজেই ক্ষতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দেন ৷ ওষুধ খেতে দিলে মালিকের হাত থেকে চোঁ চোঁ করে ওষুধ খেয়েও নেয় সে ৷ চিকিৎসার পর হনুমানটি ফের টোটোয় উঠে বসে ৷ টোটোয় চেপে স্টেশনে এসে নামে ৷
Comments are closed.