October 31, 2024, 3:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সদরের দহাখোলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ আহত ৩

সদরের দহাখোলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে সংঘর্ষ আহত ৩

নিজস্ব প্রতিনিধি: সদরের দহাখোলায় জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা ঘটেছে। এই সময় মারাত্মক আহত হয়ে তিন জন। সদর উপজেলার দহাখোলায় গ্রামে বৃহস্পতিবার ৩ অক্টোবর সন্ধ্যায় এই ঘটনা ঘটে। আহতরা হল সদরের দহাখোলা গ্রামের জালালুদ্দীন এর ছেলে সিরাজুল ইসলাম (৩৫), শের আলীর ছেলে মিজানুর রহমান (৪৫), মৃত ফাজেল সরদারের ছেলে ইনসাফ (৩৬)। আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় সিরাজুল ইসলাম নিজের ক্রয়কৃত ও মিউটিশনকৃত জমি একই এলাকার ছুরাত আলীর ছেলে ফারুক হোসেন নিজের বলে দাবি করে আসছে। যদিও এই জমির ক্রয়সূত্রে ও দখলসূত্রে মালিক সিরাজুল ইসলাম। ঐ জমির খাজনাসহ বর্তমান রেকর্ডও সিরাজুল ইসলামের নামে। এই বিষয় নিয়ে স্থানীয় পর্যায়ে অনেকবার বসাবসি হলেও ফারুক হোসেন কোন কাগজ দেখাতে পারে নি। ইতিমধ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় দহাখোলা ভাটার মোড়ে সিরাজুল ইসলাম আসলে আগে থেকে ওৎপেতে থাকা একই এলাকার ফারুক হোসেন, রমজান, আমজেদ, কালাম, আজিবারসহ আরও কয়েক জন মিলে হটাৎ হাতুড়ি, রড় ও দেশীয় অস্ত্র নিয়ে সিরাজুল ইসলামের উপর ঝাঁপিয়ে পড়ে। এই অবস্থায় তাকে বাঁচাতে গেলে তিনি সহ মারাত্মক আহত হয় তিন জন। আহতরা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। তাদের মধ্যে এক জনের অবস্থা আশংঙ্কাজনক। শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে সাতক্ষীরা থানায় মামলার প্রস্তুতি চলছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com