সদরের বালিয়াডাঙ্গায় কৃষক খুনের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি
- Update Time :
Sunday, July 21, 2019
-
176 দেখা হয়েছে
নিজস্ব প্রতিনিধি: সদরের বালিয়াডাঙ্গায় ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে কৃষক খুনের ঘটনায় মামলা হলেও আসামীদের কেউ গ্রেপ্তার হয়নি। আসামী ও তাদের সহযোগীদের হুমকিতে নিহত কৃষক পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান। ছাগলের পাট খাওয়া কেন্দ্র করে গত ১৩ জুলাই সন্ধ্যায় সদর উপজেলার বালিয়াডাঙ্গার মসজিদের ভিতের ঢুকে আকবর সরদার (৩৫) নামের কৃষককে কুপিয়ে জখম করা হয়। গত মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আকবর আলি। নিহত আকবর সরদার সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত আহম্মদ সরদারের ছেলে।
এদিকে এ হামলার ঘটনায় গত ১৪ জুলাই আকবরের ভাই গফফার সরদার বাদী হয়ে ১০ জনের নামসহ অজ্ঞাত ৮/১০ জনের নামে সাতক্ষীরা থানায় মামলা করেন। যার মামলা নং ৩৫। পরে মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড হয়।
এলাকাবাসি জানান, ঘটনার ইন্ধনদাতা বাবুলসহ আসামীরা এলাকা ছেড়ে গা ঢাকা দিয়েছে। সদর থানার এসআই তরিকুল জানান, আসামীরা পলাতক রয়েছেন। এদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।