October 31, 2024, 3:13 am
সদ্য প্রকাশিত এমপিওভুক্ত ২৭৩০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নামের তালিকায় সাতক্ষীরা জেলার সর্বমোট ৯টি কলেজের নাম চুড়ান্তভাবে তালিকায় স্থান পেয়েছে। সেগুলো হলো-
১। শহিদ জিয়াউর রহমান মহা বিদ্যালয়, তালা।
২। ইসলামকাটি টেকনিক্যাল বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজ, তালা।
৩। সোনার বাংলা ডিগ্রী কলেজ, কলারোয়া।
৪। তালা টেকনিক্যাল এন্ড বিজনেস কলেক, তালা।
৫। কাজী আলাউদ্দীন ডিগ্রী কলেজ, কালিগঞ্জ।
৬। সুন্দরবন টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, আশাশুনি।
৭। ডি.আর.এন ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালিগঞ্জ।
৮। মালঞ্চ টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, শ্যামনগর।
৯। ঝাউডাঙ্গা কলেজ, সাতক্ষীরা সদর।
Comments are closed.