December 22, 2024, 6:12 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ

সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ

ডেস্ক: ‘সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ স্লোগানকে সামনে রেখে সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ অভিযান শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে এ অভিযান শুরু করা হয়েছে। এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ। এসময় উপস্থিত ছিলেন প্রফেসর আবুল হাশেম, প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, প্রফেসর জিয়াউর রহমান, আসাদুজ্জামান, ফারুউজ্জমান, নুরুল ইসলাম, আমিনুল ইসলাম কাজলসহ কলেজের শিক্ষার্থীরা। এসময় অতিথিবৃন্দ বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে সেই গাছ লাগিয়ে বনায়নের রূপ দিতে হবে। যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের দিয়ে গাছ লাগানো অভ্যাসে পরিণত করতে হবে। দেশে সচেতন নাগরিকের নিজ দায়িত্বে গাছ লাগিয়ে অন্যাকে গাছ লাগানোর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে। মানুষের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলিন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। এসময় তারা কলে ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির ১০০ গাছের চারা রোপন করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com