July 26, 2024, 11:27 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ।

সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ।

ডেস্ক রিপোর্টস: “সবুজে বাঁচি, সবুজ বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই” স্লোগানকে সামনে রেখে সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা জেলার আয়োজনে বৃক্ষরোপণ অভিযানের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু করা হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সদরের মাছখোলা ব্রিজ সংলগ্ন সাইক্লোন সেন্টার এলাকায় এ অভিযান শুরু করা হয়েছে।সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা এর সভাপতি এজাজ আহমেদ স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা সাতাশ এর সভাপতি ফারুকুজ্জমান ডেবিট, মফিজুল ইসলাম, সবুজ পরিবেশ আন্দোলন সাতক্ষীরা এর জয়েন্ট সেক্রেটারি আফতাবুজ্জামান লালটু, সাংগঠনিক সম্পাদক এ্যাড: শিমুল, রাসেল, মাছখোলা বাজার জামে মসজিদের পেশ ইমাম সহ স্কুল, কলেজের শিক্ষার্থীরা।এসময় অতিথিবৃন্দ বলেন, যে গাছ আমাদের অক্সিজেন দিয়ে প্রাণ বাঁচিয়ে রাখে সেই গাছ লাগিয়ে বনায়নের রূপ দিতে হবে। যাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকে। স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের দিয়ে গাছ লাগানো অভ্যাসে পরিণত করতে হবে। দেশে সচেতন নাগরিকের নিজ দায়িত্বে গাছ লাগিয়ে অন্যকে গাছ লাগানোর জন্য সচেতনতা সৃষ্টি করতে হবে।মানুষের অস্তিত্ব রক্ষায় গাছের ভূমিকা অতুলনীয়। গাছ না থাকলে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। যে কারণে আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। সংগঠনের পক্ষে এই বছর এক লক্ষ্য গাছ লাগানো হবে বলে জানান তারা। এ সময় তারা বিভিন্ন প্রজাতির ১০০ গাছের চারা রোপণ করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com