January 15, 2025, 11:57 am
দৈনিক কালের চিত্র প্রতিকার তালা উপজেলা প্রতিনিধি ও তালা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ মান্নান এর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তালা প্রেসক্লাব। এম এ মান্নান তার নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সামেক চিকিৎসকদের সর্বশেষ তথ্য মতে এম এ মান্নান এখন মারাত্বক অসুস্থ অবস্থায় আছে।
তার সুস্থতা কামনায় দোয়া চেয়ে তালা প্রেসক্লাবের বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন, তালা প্রেসক্লাব সভাপতি এসএম নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ আকবর, সাংগঠনিক সম্পাদক মো. বাবলুর রহমান, দপ্তর সম্পাদক শেখ ইমরান হোসেন, যুগ্ম-দপ্তর সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু, প্রচার সম্পাদক খান নাজমুল হুসাইন, সিনিয়র সদস্য এসএম লিয়াকত হোসেন, এসএম আকরামুল ইসলাম প্রমুখ।
Comments are closed.