December 26, 2024, 11:44 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাংবাদিক জলিলকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারে কেআরইউ’র উদ্বেগ: মুক্তি দাবি….

সাংবাদিক জলিলকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারে কেআরইউ’র উদ্বেগ: মুক্তি দাবি….

খুলানা প্রেসক্লাবের সহকারী সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল পত্রিকার স্টাফ রিপোর্টার এম এ জলিলকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার এবং মিথ্যা মামলা দায়ের করে কারাগারে পাঠানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন খুলনা রিপোর্টার্স ইউনিটির (কেআরইউ) নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অসাধু সোর্স ও কর্মকর্তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় সম্পূর্ণ পূর্ব পরিকল্পিতভাবে সাংবাদিক এমএ জলিলের বাসভবনে অভিযান চালায় মাদকের কর্মকর্তারা। তারা জোরপূর্বক তার বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের সঙ্গে চরম দুর্ব্যবহার করে। এক পর্যায়ে তার বাড়ির পাশের ড্রেনের ভেতর থেকে ১০ বোতল পরিত্যক্ত ফেন্সিডিল উদ্ধার দেখিয়ে তাকে আটক করে মামলা সাজিয়ে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশে বাঁধার শামিল।নেতৃবৃন্দ বলেন, একজন পেশাদার সাংবাদিককে যেভাবে তার বাড়ি থেকে আটক এবং হয়রানীমূলক মামলায় ফাঁসিয়ে কারাগারে পাঠানো হয়েছে, তাতে সমগ্র সাংবাদিক সমাজ আতংকিত। নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক এম এ জলিলকে নিঃশর্ত মুক্তি এবং মাদকদ্রব্য অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের শাস্তি দাবি করেন। বিবৃতিদাতারা হলেন-খুলনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক মুহাম্মদ নূরুজ্জামানসহ ইউনিটির সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com