October 31, 2024, 3:11 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
সাকিবকে সিপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

সাকিবকে সিপিএলে খেলার অনুমতি দিল বিসিবি

সাকিব আল হাসানকে চলতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ-সিপিএলে খেলার অনুমতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বিসিবি’র পক্ষ থেকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জানানো হয়েছে, তারা ফ্র্যাঞ্চাইজি-ভিত্তিক টি-টোয়েন্টি আসর সিপিএলে খেলার জন্য সাকিবকে অনুমতি দিয়েছে। তবে আসন্ন ভারত সফরের আগে দলের প্রস্তুতি ক্যাম্প শুরুর আগেই তাকে ফিরতে হবে। আগামী নভেম্বরে ৩ টি-টোয়েন্টি ও ২ টেস্ট ম্যাচের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ।এদিকে আজ মঙ্গলবার চলতি ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে সাকিবের নেতৃত্বে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। ফাইনাল শেষ হওয়ার পরেরদিন তথা আগামীকাল (২৫ সেপ্টেম্বর) বার্বাডোজ ট্রাইডেন্টাসে যোগ দিতে দেশ ছাড়বেন সাকিব।ইনজুরির কারণে সিপিএলের গত আসরে খেলতে পারেননি সাকিব। তার স্থলাভিষিক্ত হয়েছিলেন অজি ব্যাটসম্যান স্টিভ স্মিথ। তবে সাকিবের ক্ষেত্রে সিদ্ধান্ত নিলেও আফিফ হোসেনের ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি বিসিবি। এর আগে বিসিবি তাকে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের হয়ে খেলার এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি। এর বদলে তাকে চলতি ত্রিদেশীয় সিরিজের প্রস্তুতি হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে হাই পারফরম্যান্স দলে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com