March 27, 2025, 5:11 pm
মোঃ জাহিদ হোসেন, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় পুলিশের সাথে গোলাগুলিতে সাইফুল ও দীপ নামে দুই ছিনতাইকারী নিহত হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কের কামালনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দুটি বিদেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে।সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, কিছুদিন আগে সাতক্ষীরার কালিগঞ্জ এলাকায় বিকাশ এজেন্টের কাছ থেকে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় তারা দুইজন ডিবি পুলিশের হাতে আটক হয়। এরপর রাতে পুলিশ তাদের নিয়ে ছিনতাইকৃত টাকা উদ্ধার করতে গেলে তাদের সহযোগীদের সাথে পুলিশের গোলাগুলি হয়। পরে সেখান থেকে তাদের দুইজনের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় দুটি বিদেশি পিস্তল, গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
Comments are closed.